স্কুল সার্ভিস কমিশনের আবেদন একপ্রকার বিফলেই গেল ৷ রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে সোমবার তদন্তভার সিবিআই’য়ের হাতে সঁপে দিল কলকাতা হাইকোর্ট ৷ সিবিআই ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে একটি কমিটি তৈরি করে ডিআইজি স্তরের একজন অফিসারের তত্ত্বাবধানে এই অনুসন্ধানের জন্য। প্রাথমিকভাবে ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজ্যের তরফে সরকারি আইনজীবী সম্রাট সেন বিচারপতিকে কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আবেদন জানান ৷ তিনি বলেন, কোনও সরকারি সংস্থাকে না দিয়ে প্রাক্তন কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক ৷ পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “পাবলিক এমপ্লয়মেন্টে স্বচ্ছতা থাকা দরকার ৷ আমি কোনও রাজনৈতিক দল বা নেতার বিরোধী নই ৷ যে বিষয়টা রাজ্য়ের জন্য় ভাল হবে আমি সেই নির্দেশই দেব ৷”