কলকাতা

বিএসএফের সীমানা বৃদ্ধি মামলায় কেন্দ্র ও রাজ্যের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

বিএসএফ-এর সীমানা বৃদ্ধি সংক্রান্ত মামলায় কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট । ২২ ফেব্রুয়ারির মধ্যে দুই পক্ষকেই হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । এ সংক্রান্ত মামলার শুনানিতে আজ মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, “বিএসএফ-এর সীমানা বৃদ্ধি কেন্দ্র ও রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে, তার উপর সরাসরি আক্রমণ । এই বিষয়ে রাজ্য যদি সুপ্রিম কোর্টে কোনও মামলা না করে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার যে ভাবে ক্ষমতার অপব্যবহার করছে সেই বিষয়টি খতিয়ে দেখার ক্ষমতা আছে হাইকোর্টের । সংবিধানের ১৩৯ ধারার অপব্যবহার করছে কেন্দ্র ।” এই বক্তব্যের পর রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “পঞ্জাব ইতিমধ্যেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে । আমরা এখনও মামলার কপি দেখিনি । তাদের কী বক্তব্য সেটা খতিয়ে দেখার পর রাজ্য তার বক্তব্য জানাবে ।”