দলির আদেশের এক বছর পার হয়ে গেলেও নতুন স্কুলে কাজে যোগদান করতে দেওয়া হয়নি এক শিক্ষিকাকে । এমনই অভিযোগ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন শিক্ষিকা সংযুক্তা রায় ৷ মামলার শুনানিতে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী ২১ মার্চ কলকাতা হাইকোর্টের এজলাসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষামহলে । যদিও রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালিচরণ সাহা জানিয়েছেন, তিনি এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর তাঁর কাছে কাজে যোগদানের জন্য সংযুক্তা রায় নামে কোনও শিক্ষিকা আসেননি । তিনি ওই শিক্ষিকাকে চোখেও দেখেননি । আদালতের শুনানির বিষয় নিয়ে কালিচরণ বাবু বলেন, “বিচার ব্যাবস্থার উপর আমার পূর্ণ ভরসা আছে । বেতন বন্ধ হওয়ার বিষয়ে আমি স্বপক্ষে এজলাসেই বলব ।”