জেলা

ফের পিছলো দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের মামলা  

ফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। পরবর্তী শুনানির তারিখ ১৭ ফেব্রুয়ারি। আপাতত আর দিল্লি যেতে হচ্ছেনা কেষ্টকে। ফলে কিছুটা স্বস্তি পেল জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এখন গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে আছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গত ৩ ফেব্রুয়ারি ফের ১৪ দিনের জেল হেফাজত দেয় আসানসোল আদালত। এদিকে গোরুপাচার মামলার তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আগেই দিল্লিতে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয়েছে একদা অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে সেখানকার রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করে ইডি। মামলায় ইডির পক্ষেই সম্মতি দেয় আদালত। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তীতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। বুধবার এই মামলার শুনানি ছিল। কিন্তু সেই শুনানি পিছিয়ে যায়। পরবর্তী শুনানি ১৭ ফেব্রুয়ারি। ফলে তিহাড় জেলের পরিবর্তে আপাতত আসানসোল সংশোধনাগারে থাকবেন অনুব্রত।