দেশ

আগামী ৫দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

আগামী ৫ দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ।এছাড়াও  ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ,  উপ-হিমালয় অঞ্চল পশ্চিমবঙ্গ, সিকিম এবং কর্ণাটকের অভ্যন্তরে তীব্র তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে তারা। তবে কিছুটা স্বস্তি উত্তর পূর্বে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে।