নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বিহারে ওপর অবস্থান করছে। বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়া আসার জন্য আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে। আজ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলা গুলি যেমন দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাত একটু কমলেও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে।
তবে আগামীকাল পরিমাণটা অনেক কম থাকবে। ২১ তারিখ থেকে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ২১ তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর হাওড়া ও কলকাতায় হালকা বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘণ্টায় মত্স্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। ২২ তারিখ থেকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে গতকাল থেকে বৃষ্টি বেড়েছে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত চলবে। দার্জিলিং , কালিম্পং , জলপাইগুড়ি, কোচবিহার , আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা ২ দিনাজপুরের বৃষ্টি বাড়বে। আগামীকাল ২০ তারিখ জলপাইগুড়ি, কোচবিহার , আলিপুরদুয়ারে বেশি হবে।২১ তারিখ থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে বলে জানাল হাওয়া অফিস। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়।