কলকাতা

বঙ্গোসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে সকাল থেকেই কলকাতা সহ জেলা গুলিতে ভারী বৃষ্টি

বঙ্গোসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আজও দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আকাশ রয়েছে মেঘলা। কলকাতা, নদিয়া, পুরুলিয়া, ভাঙড়, পূর্ব মেদিনীপুর জেলায় সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টি।  আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কথায়, বঙ্গোসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ পরিণত হচ্ছে গভীর নিম্নচাপে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে গভীর নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্রিশগড় এর দিকে যাবে। উপকূলবর্তী জেলা গুলিতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। আজ সারাদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। ঝড়ের সঙ্গেই দিনভর ভারী বৃষ্টিপাত চলবে। বুধবার থেকে অবস্থার কিছুটা উন্নতি ঘটবে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীরপুরের উপকূলবর্তী এলাকা গুলিতে। আবহাওয়াবিদদের কথায়, আজও রাজ্যজুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। সারা দিনই আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।  ইতিমধ্যেই কলকাতা সহ সন্নিহিত এলাকায় চলছে ভারী বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির শুরু হয়ে গেছে।