দেশ

সকাল থেকেই মুষলধারে বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লি-নয়ডার বিস্তীর্ণ এলাকা

 ফের বন্যার ভ্রুকুটি। বুধবার সকাল থেকেই আকাশ কালো করে মুষলধারে  নেমেছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে ফের জলমগ্ন রাজধানী দিল্লি ও নয়ডার বিস্তীর্ণ এলাকা। একাধিক রাস্তায় জল জমার ফলে যানজটও তৈরি হয়েছে। ফলে অফিস ও কাজে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে অফিস ও নিত্যযাত্রীদের। গতকাল মঙ্গলবারই রাজধানীতে টানা বৃষ্টির ফলে একাধিক এলাকায় জল জমে গিয়েছিল। সেই জল নামার আগেই এদিন সকাল থেকে ফের ভারী বৃষ্টি শুরু হওয়ায় বিভিন্ন এলাকা কার্যত বিচ্ছিন দ্বীপে পরিণত হয়েছে। বৃষ্টির তোড়ে রাস্তাঘাট ভালো করে দেখাই যাচ্ছে না। বৃষ্টির সঙ্গে সঙ্গে চলছে বজ্রপাত। ফলে সাধারণ মানুষ ঘর বন্দি হয়ে পড়েছেন। এক কথায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি স্কুল-কলেজে ছুটিও ঘোষণা করা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটায় কর্মক্ষেত্রে যেতে গিয়ে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। যদিও রাজধানীর মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। ফলে মেট্রেও স্টেশনগুলিতে অফিসযাত্রীদের ভিড় উপচে পড়ছে। লাগাতার বৃষ্টির ফলে যমুনায় ফের জলস্তর বাড়তে শুরু করেছে। সোমবার সকালে যেখানে জলস্তর ছিল ২০৫.৩৩ মিটার, মঙ্গলবার সকাল সাতটায় তা বেড়ে দাঁড়িয়েছিল ২০৫.৪৫ মিটার।