জেলা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বিকেল থেকেই ঝড়-বৃষ্টি সম্ভাবনা

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত বুধবারের মধ্যে আরও শক্তিশালী রূপে পরিণত হবে। কয়েকদিনের মধ্যেই তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত এবং বর্ষা, দুইয়ের ফলেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী হয়ে উঠবে এই ঘূর্ণাবর্ত। নিম্নচাপে পরিণত হওয়ার আগে থেকেই তাণ্ডব শুরু হবে ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায়। বুধবার সন্ধে থেকেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিন রাজ্যে। ২১ জুলাইয়ের মধ্যে এই ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত সর্বাধিক প্রভাব ফেলবে। ওই সময় বাংলা ও ওড়িশায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উপকূলবর্তী রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।