কলকাতা

রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা!

আজ, রবিবারও রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ, রবিবার রাজ্যের চার জেলায় চলবে ভারী বৃষ্টি। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি চলবে। । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরেও। কলকাতায় মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।