কলকাতা জেলা

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি

কলকাতা: হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। দার্জিলিং সহ পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ‌। আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণাতে। তবে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে।