রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টিপাত। যার জেরেই আগামী ২-৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বজ্রপাতেরও সতর্কতাও জারি করা হল রাজ্যে। রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করায় এই বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের জেরেই আংশিক তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে উত্তর পূর্ব অঞ্চল থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। অন্য একটি নিম্নচাপ অক্ষরেখাও সিকিম-উত্তরবঙ্গ থেকে ছত্রিশগড় পর্যন্ত রয়েছে। এই নিম্নচাপের জন্যই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে আগামী ২-৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বৃষ্টিপাতের ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে যাবে। ১০ তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তর বঙ্গোপসাগরে ওপরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের হাত ধরেই মৌসুমী বায়ু প্রবেশ করবে বাংলায়, শুরু হবে বর্ষা। মৌসুমী বায়ুর জন্যই পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।