বছরের শুরুতে পর্যটকদের জন্য সুখবর । প্রবল তুষারপাত উত্তর সিকিমে । বরফের চাদরে মুখ ঢাকল পাহাড় ৷ যা এই মরশুমে ঘুরতে আসা পর্যটকদের জন্য বাড়তি পাওয়া ৷ তাই তো এই সময় উত্তর সিকিমে থাকা পর্যটকদের খুশির কোনও ঠিকানা নেই। বরফে খেলায় মজে তাঁরা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রত্যাশামতো তাপমাত্রার পারদের পতন হয় । এরপরেই জাঁকিয়ে পড়ে শীত। আর তাপমাত্রার পতন হতেই উত্তর সিকিম জুড়ে শুরু হয় প্রবল তুষারপাত। মোটা সাদা বরফের চাদরে মুখ ঢাকে পাহাড়, রাস্তাঘাট থেকে বিস্তীর্ণ এলাকা । ইতিমধ্যে বছরের শুরুতেই পর্যটকের ব্যাপক ঢল নেমেছে সিকিমে। মঙ্গলবার বিকেল নাগাদ প্রথমে ঝিরিঝিরি তুষারপাতকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় পর্যটকদের মধ্যে। কেউ ব্যস্ত হয়ে পড়েন মুঠো ফোনে সেই মুহূর্ত বন্দি করতে, আবার কেউ মোবাইল ফোন থেকে ভিডিয়ো কল করে পরিচিতদের দেখাচ্ছেন তুষারপাতের মনোরম দৃশ্য। একদিকে যেমন সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে, তেমনই তুষারপাত উপভোগ করতেও পর্যটকরা ছোটেন সেখানে । এদিন তুষারপাত দেখে তাই উচ্ছ্বসিত হয়ে পড়েন পর্যটকেরা । হালকা বৃষ্টির সঙ্গে এদিন ব্যাপক তুষারপাত হয় লাচুং, লাচেনের কিছু অংশ ও ছাঙ্গু লেক এলাকায় । বরফে ঢেকে যায় রাস্তা এবং তার পাশে পার্ক করে রাখা গাড়িও । ঠান্ডার তীব্রতা বেড়ে যায় আরও কয়েকগুণ । অন্যদিকে, দার্জিলিংয়েও জাঁকিয়ে শীত পড়েছে । মঙ্গলবার রাতে তাপমাত্রা নেমে দাঁড়ায় ৪ ডিগ্রিতে । তবে তাপমাত্রার আরও পতন হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ।