আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ ও কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । উত্তরবঙ্গের উপর দিয়ে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব ভারতে । তার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । ফলে পার্বত্য এলাকা গুলিতে ধস নামার আশঙ্কা রয়েছে । পাশাপাশি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কালিম্পং, দার্জিলিঙে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে ৷ দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । বর্তমানে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ সরে গিয়ে ছত্তিশগড়ের উপর অবস্থান করছে । আগামী দু’দিনের মধ্যে তা ক্রমশ উত্তরপ্রদেশের দিকে সরে যাবে । আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার কলকাতা, দুই ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, উত্তরবঙ্গেও দুর্যোগ এখনই কাটছে না বলে জানিয়ে দিল হাওয়া অফিস। ওই জেলাগুলিতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড়ী নদীগুলির জলস্তর বাড়ার পাশাপাশি ধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে । শহর ও শহরতলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে ৷বুধবার সকাল পর্যন্ত কোচবিহারে ৯০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দার্জিলিঙে ১০৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে ১৮০.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মালদহে ৫৫.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শিলিগুড়িতে ১৭৮.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।কালিম্পঙে ৪৯.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সিকিম সংলগ্ন দার্জিলিং , কালিম্পঙে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ২৪ তারিখেও একই পরিমাণ বৃষ্টি হতে পারে একই স্থানে। ২৫ তারিখ ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এদিকে বুধবার সকাল পর্যন্ত আসানসোলে ৩.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ব্যরাকপুরে ২৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, বর্ধমানে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ক্যানিংয়ে ১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, দিঘায় ৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, ডায়মন্ড হারবারে ৪০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, হলদিয়ায় ৩৪.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কৃষ্ণনগরে ৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পানাগড়ে ১২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।