কলকাতা

শেষরাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী বেশ কয়েকদিনেও এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবেনা ৷ সব মিলিয়ে জোরদার হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর এই ধরণের পরিস্থিতিতে গোটা দেশেই বৃষ্টি ঘটাচ্ছে৷ আইএমডির সোমবারের ওয়েদার আপডেট অনুযায়ী ২৮ তারিখ পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ বিছিন্নভাবে হলেও আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে৷  এমনকি আগামী ৫ দিন বৃষ্টির পরিস্থিতি জারি থাকবে উত্তর পূর্বভারতের বিভিন্ন রাজ্যগুলিতে ৷ এমনই মৌসমভবন নিজেদের ওয়েদার অ্যালার্টে জানিয়েছে৷ হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে আর তারই জেরে শেষ রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে৷ সকাল থেকে হওয়া বৃষ্টিতে শহরের বহু রাস্তায় হাঁটুজল দাঁড়িয়ে যায়। উত্তর কলকাতার গিরিশ এভেনিউ, হাতিবাগান, ঠনঠনিয়া ও মুক্তারাম বাবু স্ট্রিট জল জমে য়ায়। অসুবিধেয় পড়ে য়ান পথচলতি মানুষজন ও যানবাহন। জল জমে যায় মধ্য কলতাতার কলেজ রো,সেন্ট্রাল এভেনিউ, মহাত্মা গান্ধী রোড, রফি আহমেদ কিদওয়াই। লেক এভেনিউ, শরত্ বসু রোড , সাউদার্ণ এভেনিউ, চারু মার্কেট, বেহালা চণ্ডীতলায় বহু রাস্তায় জল জমার ফলে সমস্যায় পড়েন পথচারীরা।