কলকাতা

সিবিআইয়ের সিটে ক্ষুব্ধ হাইকোর্ট, নতুন সিট গঠন বিচারপতির

 গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে সিবিআই সিটের তদন্তে অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের৷ এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিটের তদন্ত প্রক্রিয়া নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন৷ পাশাপাশি তাঁর নির্দেশে সিটের বেশ কয়েকজন অফিসারকে সরিয়ে দেওয়া হয়৷ তাঁর বদলে নতুন বেশ কয়েকজন সিবিআই অফিসারকে নিয়ে আসা হয়েছে সিটে৷ এদিন আদালত সিবিআইকে প্রশ্ন করে, ৬ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ ৫৪২ জনকে চাকরি বাতিল হয়েছে৷ কিন্তু তার মধ্যে কেন মাত্র ১৬ জনকে জিজ্ঞাসা করেছে সিবিআই৷ নয়া সিটের দায়িত্বে আসছেন সিবিআই ডিআইজি অখিলেশ সিং। যদিও বর্তমানে রাজ্যে নেই অখিলেশ সিং৷ তবে আদালতের নির্দেশে ৭ দিনের মধ্যে দায়িত্ব নেবেন তিনি৷