আগেই বেআইনিভাবে নিয়োগ হওয়া ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । এবার ফের ভুয়ো সুপারিশের ভিত্তিতে চাকরি পাওয়া ৪০ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের মধ্যে ওই ৪০ জনের নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি-কে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির সময় মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৪০টি ওএমআর শিটের (উত্তরপত্র) নমুনা নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে। মঙ্গলবারের মধ্যে এই কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। তবে আদালত আরও জানিয়ে দিয়েছে, যাদের নাম প্রকাশ করা হবে, তাঁরা চাইলে মামলা লড়তে পারবেন। তার জন্যও নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত মামলার জন্য সময় দেওয়া হয়েছে। আদালত জানায়, ৪০ জন লিখিত আকারে নিজেদের বক্তব্য জানাতে পারবেন।