কলকাতা

গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্ত খারিজ কলকাতা হাইকোর্টে

গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধান খারিজ কলকাতা হাইকোর্টে। সোমবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত জানিয়ে দেন, সিবিআইকে দিয়ে অনুসন্ধান করানো যাবে না। যার পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে বিশেষ অনুসন্ধান কারী দল গঠন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগে গ্রুপ ডি নিয়োগ মামলায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে ধমকে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। যাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলায় আগেই সিঙ্গেল বেঞ্চের সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এসএসসিতে গ্রুপ ডি নিয়োগ মামলায় রাজ্য সরকারের দুই প্রতিষ্ঠানের গাফিলতির কথা বলে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয়। সেইমতো সিবিআই তদন্ত শুরু করার আগেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়, তাঁরাও বুঝতে পারছেন গাফিলতি হয়েছে। কিন্তু সেই বিষয়ে তদন্তের জন্য সিবিআইকে ডাকার কোনও মানে হয় না। কারণ সিবিআই-এর ট্র্যাক রেকর্ড খুব খারাপ। এতে দুই প্রতিষ্ঠান চায় কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে অনুসন্ধান করানো হোক। আর তাতেই সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। ডিভিশিন বেঞ্চের তরফে গ্রুপ ডি নিয়োগ মামলায় সোমবার নির্দেশ দেওয়া হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে গড়া হচ্ছে এই বিশেষ অনুসন্ধানকারীদল। যেখানে এসএসসি-র পক্ষে অনুসন্ধানকারী দলে রয়েছন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়। দলে হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ২ মাসের মধ্যে আদালতে রিপোর্ট দেবে বিশেষ দল। দলের সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য। এছাড়াও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামিকালের মধ্যে এসএসসি সমস্ত সুপারিশপত্র হাইকোর্টে জমা করবে।