কলকাতা

‘রাত দখল ঐক্যমঞ্চ’-এর মিছিলের অনুমোদন দিল হাইকোর্ট

‘রাত দখল ঐক্যমঞ্চে’র মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। পাঁচ মাস অতিক্রান্ত। এখনও আরজি করের নির্যাতিতার বিচার অধরা। ফের রাত দখল কর্মসূচীর ডাক দিল রাত দখল ঐক্য মঞ্চ। আরজি কর কান্ডের প্রতিবাদে রাত দখলের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ রাত দখল ঐক্য মঞ্চ। মিছিলের অনুমোদন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে মিছিল হবে ওয়েলিংটন থেকে কলেজ স্কোয়ারে। ওখানেই রাত দখল কর্মসূচি পালন করবেন তারা। সেখান থেকে পাঁচ জন সদস্য যাবে আইন সেক্রেটারী (রয়টার্স বিল্ডিং)র কাছে । জমা দেবে স্মারকলিপি।