কলকাতা

মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টমের নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের 

মাদ্রাসা সার্ভিস কমিশনের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত বৃহস্পতিবার নির্দেশে দিয়েছে, আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির (আপার প্রাইমারি) শিক্ষক নিয়োগের মূল পরীক্ষার ফলপ্রকাশ করা যাবে না। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে কোনও সমস্যা নেই । কয়েকজন প্রার্থীর হয়ে মামলা লড়ছেন আইনজীবী শামিম আহমেদ। এই মামলায় যুক্ত হওয়া অন্য প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগ করেন, আবেদনের সময় পেরিয়ে যাওয়ার পর প্রশিক্ষণ সম্পন্ন করা প্রার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন । অথচ কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখের পর প্রশিক্ষণ সম্পন্ন করা প্রার্থীরা পরীক্ষায় বসার যোগ্য নয় । অন্যদিকে, এই মামলায় যুক্ত হয়েছেন আরও একদল চাকরিপ্রার্থী ৷ তাঁদের আইনজীবীদের দাবি, ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী আবেদনের শেষ তারিখের পরে প্রশিক্ষণপ্রাপ্ত হলেও মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তাঁরা । 2023 সালে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন। পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছিল। তার মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে না পারা একাধিক প্রার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বলে অভিযোগে । এই অভিযোগেই দায়ের হয় মামলা । আপাতত সব পক্ষের বক্তব্য শোনা প্রয়োজন বলে মনে করেছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য । মে মাসে ফের মামলাটি শুনানি হওয়ার কথা। সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি)-এর মাধ্যমে সম্ভাব্য মোট 1729টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় । সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য 90 নম্বরের মেইন পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে বলে ঠিক হয়েছে । মোট 100 নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা প্রস্তুত করে শিক্ষক নিয়োগ করা হবে । স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই নির্দেশে আটকে গেল নিয়োগ প্রক্রিয়া ।