কলকাতা

ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভায় আপত্তি! নেতাজি ইন্ডোরে সভা করার নির্দেশ

ভিক্টোরিয়া হাউসের সামনে ‘না’। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএসএফ-কে সভা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি মন্তব্য, ‘ঠিক আছে। এ বছর নেতাজি ইন্ডোরেই প্রতিষ্ঠা দিবস পালন করুন। পরের বছর দেখব’। ধর্মতলায় প্রতিবছর যেখানে শহিদ দিবস পালন করে তৃণমূল, সেই ভিক্টোরিয়া হাউসে সামনেই এবার প্রতিষ্ঠাদিবসে সভা করতে চেয়েছিল ISF। কবে? রবিবার। নওশাদ সিদ্দিকী দলকে ভিক্টোরিয়া হাউসের সামনে শর্তসাপেক্ষের সভার অনুমতি দিয়েছিল হাইকোর্টে সিঙ্গল বেঞ্চ। এরপরই মামলা গড়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।সিঙ্গল বেঞ্চে রায় খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। নির্দেশ, ‘রাজ্য সরকার যেখানে জায়গা দেবে, সেখানেই সভা করতে হবে ISF-কে’। কোথায়? শুনানির শেষ পর্বের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার অনুমতি দেয় রাজ্য।