কথায় কথায় কলকাতা হাইকোর্টে মামলা করতে দৌড় দেওয়া বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার বড়সড় ধাক্কা দিয়ে দিল রাজ্যের সেই শীর্ষ আদালত। এদিন সুমন সিংহের করা এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এক অন্তর্বর্তী নির্দেশে জানিয়ে দিল, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে পারবে পুলিশ। শুধু তাই নয়, আদালত এটাও জানিয়ে দিয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করতেও পারবে। যদি দেখা যায়, অভিযোগ সত্য, গ্রহণযোগ্য মনে হলে পুলিশ শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে পারবে এবং তার জন্য আদালতের কোনও অনুমতি নিতে হবে না। তবে গ্রেফতার বা কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে। ৪ সপ্তাহ পরে আবার মামলাটির শুনানি রয়েছে।