কলকাতা

অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ওয়ার্ড গঞ্জ থানা এলাকার অবৈধ নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তিন তলা বাড়িকে অনুমতি ছাড়া করা হয় ছয় তলা। তিন থেকে ছয়তলা এই তিনটি তলা অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। আগামী ১৬ মে এর মধ্যে বাড়ি ফাঁকা করে ১৯ জুন সেই তিনটি তলা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হল হাইকোর্টের পক্ষ থেকে কলকাতা কর্পোরেশনকে। ওয়ার্ড নম্বর ৭৭ ওয়ার্ড গঞ্জ এলাকার অবৈধ নির্মাণকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা। জনস্বার্থ মামলা দায়ের হয় ১০ জুলাই২০২৪। অভিযোগ বাড়ির মালিক এই অবৈধ নির্মাণ কোন নিয়ম ছাড়াই তৈরি করেছে এই বাড়ির কর্পোরেশনের আইন অনুযায়ী তিনতলা করার অনুমোদন ছিল। কিন্তু পরবর্তীকালে এই বাড়ির ছয় তলা করা হয় এবং তার প্রতিবাদ যখন করেন এলাকাবাসী তখনই এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ বাড়ির মালিকের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালী দাসের ডিভিশন বেঞ্চ ওই বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন।