মালদার মোথাবাড়ির ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট দিতে হবে । মালদার মোথাবাড়ির ঘটনায় আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৷ আবেদন জানান, ওই এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোয়াতেন করা হোক । একটি বিশেষ সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ওই আইনজীবীর । উল্লেখ্য, এদিন সকালেই আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন এই নিয়ে ৷ তিনি জানান মালদার মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে । এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে নির্দেশ দিক আদালত ।
