কলকাতা

জুলাইয়ে উচ্চমাধ্যমিক, অগাস্টে মাধ্যমিক, পরীক্ষা হবে দেড় ঘণ্টার

জুলাইয়ে হবে উচ্চমাধ্যমিক। মাধ্যমিক হবে অগাস্টে। বৃহস্পতিবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলির মূল্যায়ণ হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীরা যাতে সর্বভারতীয় এবং আন্তর্জাতিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই জন্যই উচ্চমাধ্যমিক আগে হচ্ছে। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী সাড়ে ৮ লক্ষ। ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ণ করা হবে। অন্যদিকে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে। তিনি বলেন, মাধ্যমিকে ১২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। আবশ্যিক বিষয় রয়েছে সাতটি। এই বিষয়গুলির ওপরেই শুধুমাত্র পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় ক্ষেত্রেই অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয়ের মূল্যায়ণ করা হবে বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতে। স্বাস্থ্যবিধি মেনে নিজের বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টায় হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক।