একটানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে দুর্যোগ যেন কাটছে না। গত ৪১ দিন ধরে হিমাচল প্রদেশে বৃষ্টির জেরে যে দুর্যোগ শুরু হয়েছে, তার বলি ২০০ জন। অর্থাৎ গত প্রায় দেড় মাস ধরে হিমাচল প্রদেশে বৃষ্টি, হঠাৎ বন্যা, ধসের জেরে ২০০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪৩ জনের মৃত্যু হয়েছে অতি বৃষ্টির জেরে গাড়ি দুর্ঘটনায়। বাকি ৫৭ জনের মৃত্যু হয়েছে ধস, হঠাৎ বন্যার জেরে। এসবের পাশাপাশি ৩১ জন এখনও নিখোঁজ। আহত ২২৯ জন। বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে এবার এমন তথ্য প্রকাশ করা হয়েছে হিমাচল প্রদেশ নিয়ে।