বিনোদন

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন হিনা খান। খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাহা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে হিনা পৌঁছে গিয়েছিলেন প্রতিটা দর্শকের ঘরে ঘরে। নিজের সাজপোশাক নিয়ে সর্বদাই নেটিজেনদের মধ্যে চর্চায় থাকেন ছোট পর্দার এই অভিনেত্রী। তবে সদ্য সমাজমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল ক্যানসারে আক্রান্ত হিনা খান। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। অভিনেত্রীর বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে সেই সন্দেহ দানা বেঁধেছিল অনুরাগীদের মনে। শুক্রবার সমস্ত জল্পনা সত্যি করে ছোট পর্দায় নায়িকা জানালেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তাঁর স্তন ক্যানসার তৃতীয় স্টেজে রয়েছে। হিনার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর সত্যি হতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে ভক্তকুলের। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে স্তন ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানিয়ে হিনা লেখেন,  তৃতীয় স্টেজে রয়েছে তাঁর ক্যানসার। ইতিমধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। তবে এই কঠিন চিকিৎসার মধ্যেও হিনা অনুরাগীদের আশ্বাস জুগিয়েছেন, শক্ত থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রতিজ্ঞাবদ্ধ তিনি।