জেলা

ধর্মনিরপেক্ষতা ও নারীর ক্ষমতায়নে আপনার কাজ আমাদের আশার আলো, ধন্যবাদ জানিয়ে মমতাকে চিঠি গায়ত্রীর

 সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে তাঁর সাম্প্রতিক পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন এক্স-এ। নরওয়ের সরকার ও বার্গেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। এই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক স্পিভাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ধন্যবাদসূচক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্পিভাক উল্লেখ করেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দারিদ্র্য হ্রাসের উদ্যোগ এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার রক্ষার প্রচেষ্টার ব্যাপারে অবগত। পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জেলাগুলিতে তিনি গত চল্লিশ বছর ধরে কাজ করছেন এবং গণতান্ত্রিক শিক্ষার জন্য তাঁর গভীর দায়বদ্ধতা আছে। তিনি তৃণমূল সুপ্রিমোর দারিদ্র্য নিরসনের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং তাঁর পুরস্কারের প্রসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্পিভাক তাঁর চিঠিতে আরও উল্লেখ করেন যে, তিনি পশ্চিমবঙ্গের সাহিত্যকে বিশ্বব্যাপী পরিচিত করার লক্ষ্যে কাজ করছেন এবং এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক লেখেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত। স্পিভাক আরও জানান, গত চার দশক ধরে বাংলার অনগ্রসর জেলাগুলিতে দরিদ্র মানুষের গণতান্ত্রিক শিক্ষার প্রসারে তিনি নিবেদিত। মুখ্যমন্ত্রী যে তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন, তা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপকের কথায়, “গত চল্লিশ বছর ধরে বাংলার বিভিন্ন পিছিয়ে পড়া জেলার অত্যন্ত দরিদ্রদের গণতান্ত্রিক শিক্ষার প্রতি আমার প্রতিশ্রুতিতে আমি আচ্ছন্ন । আমি তাঁদের সঙ্গে প্রচুর সময় কাটাই । আমি আপনাকে বলতে চাই যে, তাঁরাও আমার এই পুরষ্কার প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত । আমি আশা করি, আপনি আমাদের প্রিয় বাংলায় বৌদ্ধিক শ্রমের দিগন্ত প্রসারিত করার জন্য আমাদের প্রচেষ্টার উপর সদয় নজর রাখবেন।”