আফগানিস্তানের পরিস্থিতি উত্তপ্ত হতেই আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আরও উদ্যোগী হল স্বরাষ্ট্রমন্ত্রক । ফাস্ট ট্রাক ভিসার আবেদন থেকে শুরু করে হেল্পলাইন নম্বর চালু করা হল যাবতীয় সহযোগিতার জন্য। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আফগানিস্তানে যে সমস্ত ভারতীয়রা আটকে রয়েছেন, তাদের দেশে ফেরানোর জন্য ফাস্ট ট্রাক ভিসা আবেদনের ব্যবস্থা চালু করা হচ্ছে। ‘ই-এমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা’ নামে একটি নতুন শ্রেণি শুরু করা হচ্ছে। যারা এই মুহূর্তেই দেশে ফিরতে চাইছেন, তারা এই নতুন ভিসার জন্য আবেদন জানাতে পারবেন। দ্রুত ভিসার অনুমোদন দেওয়া হবে, যাতে বর্তমান পরিস্থিতিতে বেশিদিন তাদের আফগানিস্তানে আটকে থাকতে না হয়।