মেট্রো ডেয়ারি মামলায় সমন পাঠানো হয়েছিল। সেই মামলায় ইডি–র দপ্তরে হাজিরা দিলেন না রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ইমেল করে জানালেন, ভোটের জন্য ব্যস্ত। তাই হাজিরা দিতে পারছেন না। জানা গেছে, ইডি–র থেকে বাড়তি সময় চেয়ে নিয়েছেন তিনি। ২০১৭ সালে নিজেদের হাতে থাকা মেট্রো ডেয়ারির সমস্ত শেয়ার একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিয়েছিল রাজ্য সরকার। সেই নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। শেয়ার বিক্রি নিয়ম মেনে হয়েছিল কিনা, সে বিষয়ে তদন্ত করছে ইডি। একই সঙ্গে দুর্নীতির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এই মামলাতে রাজ্যের একাধিক আইএএস অফিসারকে তলব করেছে ইডি। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম স্যান্যালকেও তলব করা হয়েছে। এর পরেই একটি জনসভা থেকে এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।