বিদেশ

সমকামিতা ‘পাপ’, জানিয়ে দিল ভ্যাটিক্যান সিটি

সমকামিতা ‘পাপ’, সমলিঙ্গের মিলনকে আদৌ আশীর্বাদ করা হবে না, সোমবার জানিয়ে দিল ভ্যাটিক্যান। এই সিদ্ধান্তে সম্পূর্ণ মত রয়েছে পোপ ফ্রান্সিসের, জানিয়ে দেওয়া হয়েছে তাও। বলা বাহুল্য, ভ্যাটিক্যানের সঙ্গে এলজিবিটি সম্প্রদায়ের বিবাদ এই বক্তব্যে নতুন মাত্রা নেবে। ক্যাথলিক ক্রিস্টানদের সর্বেসর্বার ব্যাখ্যা, সমকামিতা মানুষের ‘পছন্দ’, ঈশ্বরের পরিকল্পনায় এমন কিছু ছিল না, তাই এটা পাপ। সমকামীদের মিলনে আশীর্বাদ দেওয়া যায় না, ভ্যাটিক্যানের শীর্ষ ডকট্রিনাল অফিসের বিবৃতিতে বলা হল তাও। এও বল হল, ঈশ্বর পাপকে আশীর্বাদ দেয় না, দিতে পারে না। পশ্চিম ইওরোপের অনেকগুলো দেশ সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে। দুনিয়াজুড়ে ক্যাথলিক মতাবলম্বী সমকামীরা আশা করেছিলেন, সমকামিতা নিয়ে ভ্যাটিক্যানের চিন্তাধারা আধুনিক হয়ে উঠবে। কিন্তু এই বিবৃতি সে আশায় জল ঢেলে দিল।  শুধু সমকামী সম্পর্ক নয়, বিবাহ-বহির্ভূত সম্পর্কে যৌন মিলনকে মান্যতা দিচ্ছে না ভ্যাটিক্যান সিটি। তবে সমকামী ব্যক্তিরা আলাদা করে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন, যদি তাঁরা চার্চের মতানুসারে জীবন যাপন করেন। 
মধ্যযুগ থেকে বিজ্ঞানের সঙ্গে প্রবল বিরোধ ছিল পোপ এবং ভ্যাটিক্যানের। ইওরোপে নবজাগরণের সময়ে যখন একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে তখনও পুরনো ধ্যানধারণা আঁকড়ে পড়ে ছিল চার্চ। এখন প্রত্যেক পোপই বিজ্ঞানকে সঙ্গে নিয়ে ধর্মরক্ষার ভাষণ দেন। সমকামিতা নিয়ে সেই উদারতার পর্যায়ে কবে পৌঁছবেন তাঁরা, সেটাই প্রশ্ন।