কলকাতায় ট্র্যাপ। কয়েকজন যুবতীর সাহায্যে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে শহরবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি। এই চক্রের মাথা শুভ দাসকে গ্রেপ্তার করলেন মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, এই চক্রটি ভুয়ো কল সেন্টার খোলে। সেখান থেকে তারা বিভিন্ন ব্যক্তিকে ভিডিও কল করতে থাকে। কেউ ভিডিও কলটি ধরে ফেললেই দেখতে পান, স্ক্রিনে ভেসে উঠেছে মহিলাদের অশ্লীল ছবি। সেই ভিডিও ধরে রেখে শুরু হয় ব্ল্যাকমেল। সম্প্রতি এক ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে ওই ভিডিও পাঠিয়ে বলা হয়, তিনি তাদের চাহিদামতো টাকা যদি না দেন, তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। ওই ব্যক্তির ছবি মর্ফও করা হয়। এভাবে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা তোলাবাজি করা হয়। একটি ব্যাংক অ্যাকাউন্টে তিনি ওই টাকা দেওয়ার পর ফের তাঁর কাছে আট লক্ষ টাকা চাওয়া হয়। রীতিমতো তাঁকে হুমকিও দিতে শুরু করে তারা। এরপরই টাকা দেওয়ার বদলে পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই চক্রে রয়েছেন একাধিক যুবতী। তাদের ‘ব্যবহার করে’ই ওই অশ্লীল ভিডিও তুলে তোলাবাজি করা হত। পুলিশ মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে গ্রেপ্তার করে ওই চক্রের মাথা শুভ দাসকে। তার কাছ থেকে কুড়িটিরও বেশি মোবাইল উদ্ধার হয়। তাকে জেরা করে চক্রের অন্যদের সন্ধান চলছে।