অবশেষে পরিবারের সম্মান রক্ষার নামে 17 বছর বয়সি নাবালিকা বোনকে 200 ফুট পাহাড় থেকে ফেলে দিল দাদা ৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ওয়ালাজ এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই, অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে ৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার একটি যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৃত নাবালিকার ৷ দু’জনেই জালনা জেলার অম্বাদ তালুকের শাহগড় এলাকার বাসিন্দা ৷ বিষয়টি জানাজানি হতেই দু’জনের সঙ্গে কথাও বলে পরিবারের লোকজন ৷ সম্পর্কে ইতি টানার নির্দেশ দেওয়া হয় মেয়ের পরিবারের তরফে ৷ এমনকী, ছেলেটির বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয় ৷ এরপর পরিবারের তরফে চাপ আশায় বাড়ি ছেড়ে পালিয়ে যায় নাবালিকাটি ৷ শাহগড় থানায় পরিবারের বিরুদ্ধে অভিযোগও জানায় সে ৷ অবশেষে, 10-15 দিন বাড়ি ফিরে আসে ৷ এরপর তাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয় নাবালিকার পরিবার ৷ গত 8 দিন ধরে মামা তানাজি ও মামাতো দাদা ঋষিকেশের সঙ্গে ছিল নাবালিকা ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে বেড়াতে যাওয়ার নাম করে তাকে খাওড়া পাহাড়ে নিয়ে যায় দাদা ঋষিকেশ ৷ সেই পাহাড় থেকে বোনকে ঠেলে ফেলে দেয় সে ৷ প্রাথমিক তদন্তে ঘটনাটি নিছকই নিজের প্রাণ নেওয়ার ঘটনা বলে মনে করা হয় ৷ পরে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়ার পর পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে যায় পুলিশের ৷ এরপর অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে পুলিশ ৷ ঘটনার তদন্ত এখনও চলছে ৷ পুলিশ ইন্সপেক্টর কৃষ্ণা শিন্ডের অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ওয়ালাজ পুলিশ ৷