অবশেষে বঙ্গ বিজেপিতে দায়িত্ব পেলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, কলকাতা জোনে পর্যবেক্ষক পদে আনা হয়েছে প্রাক্তন মেয়রকে। সহ আহ্বায়কের দায়িত্ব পেলেন বৈশাখী। উত্তরপ্রদেশে গেরুয়া সংগঠনের নেতা সুনীল বনসালকেও কলকাতা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের পাঁচ পর্যবেক্ষক দায়িত্ব পেলেন।
শোভন-বৈশাখীর দায়িত্ব পাওয়া বাংলার রাজনীতিতে বড় ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকদিন হল বিজেপিতে যোগ দিয়েছেন শোভনরা। কিন্তু খুব একটা সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায়নি তাঁদের। প্রাক্তন মেয়র ফের তৃণমূলে ফিরে আসতে পারেন, এমন জল্পনাও রটেছে বেশ কয়েকবার। এতদিন ধরে দোলাচলের পর এবার নিশ্চিন্ত হলেন তাঁরা। জানা যাচ্ছে, অমিত শাহ বাংলায় আসার পরেই নতুন দায়িত্ব দেওয়ার নীল নকশা তৈরি হয়ে যায়।