জেলা

আগামী ১৪ ডিসেম্বর থেকে চলবে হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস

করোনা জেরে প্রায় ৯মাস বন্ধ থাকার পর আগামী ১৪ ডিসেম্বর থেকে হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস চালু হবে। দক্ষিণ-পূর্ব রেলের এই ট্রেনটি চালু হলে পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তবে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন চালুর দাবি স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। কবে থেকে তা চালু হবে, সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, করোনা আবহে বন্ধ থাকা বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের পরিষেবা ডিসেম্বর ও জানুযারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। তার মধ্যে আদ্রা ডিভিশনের ১২৮২৭/১২৮২৮ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি ১৪ ডিসেম্বর হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশে ছাড়বে। পুরুলিয়া থেকে ১৫ ডিসেম্বর হাওড়ার উদ্দেশে ছাড়বে। ট্রেনটি প্রতিদিন পুরুলিয়া, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে হাওড়া যাবে।