রবিবার, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস-এর যাত্রার দ্বিতীয় দিনেই বিপত্তি। প্রচন্ড ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে সেমি হাইস্পিড ট্রেনটির উইন্ডশিল্ডের উপর৷ মুহূর্তে উইন্ডশিল্ড ভেঙে যায়। জানা যাচ্ছে, আপাতত ভদ্রকের কাছে দাঁড়িয়ে আছে দুর্বার গতির ট্রেনটি৷ যেখানে ঘটনাটি হয়েছে সেটি ইস্ট-কোস্ট রেলের অংশ বলেই সূত্রের খবর। ঝড় বৃষ্টির জেরে ট্রেনের সামনের অংশেও কিছুটা ক্ষতি হয়েছে বলে রেলসূত্রে জানা গিয়েছে। দুর্যোগের ফলে প্যান্টোগ্রাফও ভেঙে গিয়েছে ট্রেনের৷ অন্য ইঞ্জিন দিয়ে টেনে আনার চেষ্টা হবে বলে জানাচ্ছে ইস্ট কষ্ট রেলওয়ে।গত ১৭ তারিখ পুরীতে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দ্বিতীয় দিনের যাত্রাতেই দুর্ঘটনার মুখে পড়ল ট্রেন ৷ রেল সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর দুটো নাগাদ পুরী স্টেশন থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়াগামী ট্রেন বৈতরণী রোড স্টেশনে ঝড়বৃষ্টির মুখে পড়ে। সেই ঝড়-বৃষ্টিতেই গাছের ডালপালা ভেঙে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়।