বড় ছেলে হৃহানকে ১৯ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। আর সেই পোস্টে রিয়াক্ট করেছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান। প্রসঙ্গত, গতকাল বলিউড অভিনেতার বড় ছেলে হৃহান এর জন্মদিন ছিল। আজ শনিবার সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে কোমরে হাত দিয়ে একটি ছবি পোস্ট করেছেন হৃতিক। যেখানে তিনি লিখেছেন,’তুমি সব দিক থেকে অসাধারণ বলে তোমাকে ভালোবাসি তা নয় আমার জীবনে তোমার থাকাই তোমাকে ভালোবাসার কারণ…. তোমার আগামী পদক্ষেপ কি হবে, তুমি জীবনে কতটা উন্নতি করতে পারবে, তা দেখে আমার ভালোবাসা বাড়বে না কিংবা কমবে না।….. তোমার মূল্য আমার কাছে কখনো কমবে না। নিজেকে নিজের মতো করে গড়ে তোলো,এগিয়ে যাও। ১৯ তম জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।’
