আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। টুইট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওইদিন বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর দুপুর সাড়ে ১২টা থেকে সংসদের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। আগামী ৩১ মে থেকে রেজাল্টের কপি হাতে পাবে পরীক্ষার্থীরা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য টুইটে জানিয়েছেন, ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণার পর ওই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে ফল জানতে পারবেন। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ফল জানা যাবে।
গত মাসেই সংসদের তরফে জানানো হয়েছিল, আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে দু’টি নতুন বিষয় সংযোজন করা হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে পারবেন পড়ুয়ারা। এই বিষয়গুলি যে সব স্কুল পড়াতে চায়, ২ মে থেকে ৩০ জুনের মধ্যে তাদের সংসদের কাছে আবেদন জানাতে হবে। চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তা চলেছে ২৭ মার্চ পর্যন্ত। প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি।