কলকাতা

আগামী সোমবার থেকে ৪৫ জোড়া বিশেষ মেট্রো

আগামী সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। কোভিড বিধি-নিষেধের জন্য জনসাধারণের জন্য এখনও বন্ধ। তবে নিজেদের কর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য কিছু বিশেষ মেট্রো চলছে। এ বার সেই সংখ্যা বাড়ানো হল। সোমবার থেকে ৪৫ জোড়া বিশেষ মেট্রো চালানো হবে বলে শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে দিনে আপ-ডাউন মিলিয়ে ৩১ জোড়া মেট্রো চলাচল করছে। মেট্রোর সময়সূচিতে সামান্যই বদল আনা হয়েছে। সকালে সাড়ে ৮টায় এবং রাতে সাড়ে ১১টায় দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে যেমন মেট্রো ছাড়়ে, তেমনই ছাড়বে। দ্বিতীয় দফায় অর্থাত্‍ সন্ধ্যার মেট্রো চলাচল শুরু হবে বিকেল ৩টে ৪৫ মিনিট থেকে। ওই সময়ে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে। শেষ মেট্রো সন্ধ্যে সাড়ে ৬টার পরিবর্তে ৭টায়।সোমবার থেকে তা ৮ মিনিট অন্তর চলবে। আগের নিয়মেই রবিবার বন্ধ থাকবে পরিষেবা।