ভোটপরবর্তী হিংসা নিয়ে বিজেপির তরফে করা জনস্বার্থ মামলা গুলির প্রেক্ষিতে বিচারপতিদের কাছে ধমক খেতে হচ্ছে রাজ্যের আইনজীবিকে। কিছুদিন আগেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফে কলকাতা হাইকোর্টে দেওয়া রিপোর্টের ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যকে অবিলম্বে প্রত্যেকটি অভিযোগ গ্রহণ করে এফআইআর দায়ের করতে হবে। যেগুলি থানায় অভিযোগ আকারে পড়ে রয়েছে সেগুলি নিয়ে দ্রুত তদন্ত শুরু করতে হবে। ভিন রাজ্যে পালিয়ে যাওয়া বিজেপি কর্মীদের ফেরাতে হবে। রেশন ও স্বাস্থ্যের দায়িত্ব ও চিকিত্সার খরচ রাজ্যকেই দিতে হবে। আজ সেই সংক্রান্ত বিষয় নিয়ে নবান্নে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি। হাইকোর্টের নির্দেশেই রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটপরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে এই দল। এদিন নবান্নে প্রায় আধঘণ্টা ডিজির সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের আধিকারিকরা। সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় সেই বৈঠক। জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে এই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটপরবর্তী হিংসায় শিকার মানুষের সঙ্গে দেখা করছেন তাঁরা। এই পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করছেন প্রতিনিধিরা। এই রিপোর্ট হাইকোর্টে পেশ করা হবে। রাজ্য সরকারের কাছ থেকেও তাঁরা রিপোর্ট নেবেন তাই ডিজির সঙ্গে আলোচনা করেছেন দুই প্রতিনিধি।