জেলা

ছিনতাইয়ের গল্প সাজানো! বক্তব্যে একাধিক অসঙ্গতি হাওড়ায় মহিলা খুনে গ্রেফতার স্বামী

বুধবার বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে রিয়া কুমারীকে দুষ্কৃতীরা খুন করে বলে দাবি করেন তাঁর স্বামী প্রকাশ কুমার। কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় প্রকাশের উপর। তদন্তে নেমে ঘটনার একমাত্র সাক্ষী রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমারকে টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। কিন্তু প্রকাশের বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য ঝাড়খণ্ডের রিয়া কুমারী পেশায় ঝাড়খণ্ডের জনপ্রিয় ইউটিউবার ছিলেন। প্রাথমিক অনুমান ইউটিউব থেকে রোজগার হওয়া টাকা নিয়ে রিয়ার সঙ্গে প্রকাশের ঝামেলা ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রকাশকে হাওড়ার বাগনান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এদিনই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ। অন্যদিকে মৃত ইউটিউবার রিয়া কুমারীর পরিবারের দাবি, প্রকাশ তাঁদের মেয়েকে পরিকল্পনা করে খুন করেছেন।

রিয়ার হত্যাকাণ্ডে তদন্তের আর্জি জানিয়েছেন তাঁরা। এর আগেও স্ত্রী রিয়াকে খুনের হুমকি দিয়েছে প্রকাশ। এমনকি মারধরও করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল রিয়াকে। তা না হলে এভাবে কানের পিছন থেকে বুলেট ফুঁড়ে যেতে পারে না। প্রথম থেকেই অভিনেত্রীর স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার থেকে টানা জেরার পর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে তোলা হবে। অন্যদিকে রিয়া কুমারীর দেহের ময়নাতদন্তের পাশাপাশি করা হবে ফরেনসিক পরীক্ষাও। বৃহস্পতিবার দুপুরের মধ্যে রিয়ার দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। যদিও অভিযুক্ত প্রকাশ কুমার বৃহস্পতিবার দাবি করেছেন, তিনি রিয়াকে খুন করেননি।