গত কয়েকদিন ধরেই একটি খবর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি অসুস্থ, এমনই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরাও। নিজের শারীরিক অসুস্থতা নিয়ে গুজব ওড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার মৌনতা ভাঙলেন অমিত শাহ নিজেই। টুইটে জানালেন, তিনি ভালো আছেন। দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের তাঁর শরীর নিয়ে উদ্বিগ্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। । শনিবার টুইটে অমিত শাহ জানিয়েছেন, তিনি অসুস্থ বলে বিভিন্ন মহলে গুজব ছড়িয়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি লিখেছেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি। এমনকী কোনও রোগেই ভুগছি না আমি।’