শুক্রবার মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের বাসভবনে হামলা হয়েছে। ইট–পাটকেল ছুঁড়ে বাড়ির কাঁচ বাঙা হয়েছে বলে অভিযোগ। মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের কর্মীরা শরদ পাওয়ারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। এমনকী তাঁদের ঘেরাওয়ের মধ্যে পড়েন শরদ পাওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে। বিক্ষোভকারীরা তখন সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। এই ঘটনায় এবার প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একটি টুইট করে তিনি বলেন, বর্ষীয়ান নেতা শরদ পাওয়ারের বাড়িতে এহেন কুরুচিপূর্ণ হামলার নিন্দা করছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কড়া পদক্ষেপ নেওয়ারও অনুরোধ করেন তিনি।