জেলা দেশ

‘বিজেপি ১০০ আসনের গণ্ডি পেরোবে না’, ফের দাবি প্রশান্ত কিশোরের

চতুর্থ দফা ভোটের সকালে সাংবাদিকদের সঙ্গে তাঁর কথোপকথনের অডিয়ো ফাঁস করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বেশ কয়েক ঘন্টা বাদে মুখ খুলে পদ্ম শিবিরকে কথোপকথনের পুরো অডিয়ো টেপ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে ফের হুঙ্কার ছুঁড়ে তিনি বলেছেন, ‘আগেও বলেছি, এখনও বলছি, যতই কারসাজি করুক না কেন, বাংলায় তিন সংখ্যার আসন পাবে না বিজেপি।’ বঙ্গের ভোটে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বাজিমাত করার চেষ্টা করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। দলের আইটি সেল প্রধান এবং ফেক নিউজ ছড়ানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ‘কাঠগড়ায়’ থাকা অমিত মালব্যকে সহ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে বাংলায় পাঠিয়েছিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। তবে এদিন সকালে তৃণমূলের ভোটকুশলীর একটি অডিয়ো টেপ ফাঁস করে হইচই ফেলে দিয়েছেন তিনি। ওই অডিয়ো টেপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, ‘বাংলায় এবার ক্ষমতায় আসছে বিজেপি’। ওই অডিয়ো টেপ নিয়ে অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। দেশ জুড়ে অডিয়ো টেপের কল্যাণে যখন সংবাদ শিরোনামে তিনি তখনই নীরবতা ভেঙে মুখ খোলেন তৃণমূলের ভোটকুশলী। সকাল ১০ টা ৩১ মিনিট নাগাদ নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে পিকে লেখেন, ‘আমি খুশি হয়েছি যে, বিজেপি নিজের নেতাদের চেয়ে আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। বেশি মাতামাতি না করে সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো ক্লিপ প্রকাশ করুক ওরা। আমি আগেও বলেছি, এবারও বলছি, পশ্চিমবঙ্গে ১০০ পেরবে না বিজেপি।’