দিল্লির বিধানসভা নির্বাচনে একসঙ্গে ভোটে লড়ছে না কংগ্রেস-আপ। এতে বিজেপিরই সুবিধা হবে বলে মত রাজনৈতিক মহলের। আর এই ঘটনায় চরম ক্ষুব্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আজ, বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়েছেন, বিরোধীদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া উচিত। তিনি জানিয়েছেন, ‘এতদিনেও ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হল না, এটা দুর্ভাগ্যজনক। কে নেতৃত্ব দেবেন? আমাদের এজেন্ডা কী হবে? জোট কীভাবে, কোন পদ্ধতিতে একসঙ্গে ভবিষ্যতে কাজ করবে? কোনও আলোচনাই হচ্ছে না এই বিষয়ে। বুঝতেই পারছি না আমরা একসঙ্গে থাকব নাকি আলাদা হয়ে যাব।’