প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় এনডিএ জোটে ছিলেন। পরে কংগ্রেসের সঙ্গে ইউপিএ জোটে গিয়েছিলেন। জোটে ২০১১-তে রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝে একক ভাবেই লড়াই করে চলেছেন। কিন্তু ২০২১ নির্বাচনে ত্রিশঙ্কু হলে ফের বিজেপির সঙ্গেই দোস্তি করে সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি বারবার করছেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা। সেই কথা এদিনের মঞ্চেও জানালেন সিপিএম-এর শীর্ষ স্থানীয় নেতা সীতারাম ইয়েচুরি। জোটের ডাকা ব্রিগেডের সমাবেশে সীতারাম ইয়েচুরি বলেন, ‘ত্রিশঙ্কু হলে কী করবেন? আমাকে এক জন জিজ্ঞাসা করলেন। আমি বললাম, আপনাদের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। উনিই তো বিজেপির সঙ্গে সমঝোতা করেন। কারণ এটাই ওঁর চরিত্র। ত্রিশঙ্কু হলে উনি বিজেপির সঙ্গে সমঝোতা করে সরকার গড়বেন। রাজ্যে সারদা, নারদা হয়েছে। বিজেপি ও তৃণমূল একই।’ সীতারাম ইয়েচুরি এও বলেন, ‘ব্রিগেডের সমাবেশ বোঝাচ্ছে, বাংলায় পরিবর্তন আনবে এই সংযুক্ত মোর্চা। দিল্লিতে কৃষক আন্দোলন চলছে, অনেকে শহিদ হয়েছেন, কিন্তু মোদীর ভ্রূক্ষেপ নেই। কৃষকদের পাশে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই কেন্দ্রের। মোদি সরকার না সরলে এই আন্দোলন চলবে, সেই সময়েই এই সংযুক্ত মোর্চার জন্ম। ভোটের সময় অর্থসাহায্য কেন? এই সময়েই নানা প্রকল্পের ঘোষণা কেন? ঘুষ দিচ্ছ?।’ সীতারাম ইয়েচুরি বলেন, ‘বিজেপি হিন্দু-মুসলমানের রাজনীতি করে। বিজেপি হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন করছে, আমাদের লুঠপাটের সরকার বা জাতপাতের সরকার দরকার নেই। আমাদের দরকার জনহিতের সরকার। দেশ জুড়ে বেকারত্ব, কেন্দ্র প্রতিশ্রুতি রাখতে পারেনি। বিজেপিকে কারা এত অর্থসাহায্য করছে জানা নেই।’