কলকাতা

‘নেতাজির প্রতি এত শ্রদ্ধা থাকলে কেন প্ল্যানিং কমিশনকে তুলে দেওয়া হল?’ মোদি তোপ মমতার

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি ভবনে যান মুখ্যমন্ত্রী। নেতাজিকে শ্রদ্ধা জানানোর পর বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘নেতাজি একটা আবেগ। তিনি ছিলেন প্রকৃত দেশনায়ক। নির্বাচনের আগে একদিন আমি নেতাজি পরিবারের খোঁজ নিই না। আমার সঙ্গে তাঁদের ৩৬৫ দিন যোগাযোগ থাকে। আমরা বুঝি এই পরিবারটা আমাদের গর্বের।’ নেতাজি ভবনে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তৃণমূল। যদিও সেই দাবি মানা হয়নি। জাতি, ধর্ম, নির্বিশেষে যে নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন, সেকথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করলেও তিনি যে তাতে খুশি নন তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পরাক্রম দিবস বুঝি না।’ এর পাশাপাশি নেতাজির প্রতি মোদি সরকার সত্যিই কতটা শ্রদ্ধাশীল, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘নেতাজির প্রতি এত শ্রদ্ধা থাকলে কেন নেতাজির তৈরী প্ল্যানিং কমিশনকে তুলে দেওয়া হল? ‘