কলকাতা

হাওড়া-শিয়ালদহ স্টেশনে থুতু ফেললেই জরিমানা ৫০০ টাকা

করোনা পরিস্থিতিতে সংক্রমণের দ্রুততাকে হারাতে পারে স্বচ্ছতা। তাই ‘স্বচ্ছ পখওয়ারা’ দ্বিসপ্তাহিক পরিচ্ছন্নতা পালনে রেল স্টেশন সাফ রাখতে কড়া আইন প্রয়োগ করতে চলেছে রেল। স্টেশনে থুতু ফেলা থেকে শুরু করে যে কোনওভাবে নোংরা ছড়ালে জারিমানা দিতে হবে ৫০০ টাকা। রেল লাইনের ১৪৫ ধারায় নুইসেন্স ক্রিয়েট করলে সংশ্লিষ্ট আইন রয়েছে। তবে তা সঠিক ভাবে প্রয়োগ হয়না বলে মনে করেছেন রেলকর্তারা। হাওড়ার ডিআরএম ইশাক খান বলেন, ‘নোংরা ছড়ানো আইনত দণ্ডনীয়। তা উপযুক্ত ভাবে প্রয়োগ করতে হবে। কি ভাবে তা প্রয়োগ হবে তা স্থির হয়নি। আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে স্থির হবে যাবতীয় সিদ্ধান্ত।’