কলকাতা

ক্ষমা করে দিন, ফিরতে চাই তৃণমূলে, দিদিকে টুইট সোনালী গুহের

আড়াই মাসের তার মধ্যেই মোহভঙ্গ। অগ্যতা আবারও তৃণমূলে ফিরতে চেয়ে কাতর আবেদন সোনালী গুহ-র। বাংলার জনতা যাকে একসময় অগ্নিকন্যার ছায়াসঙ্গী হিসাবেই চিনতেন। সেই ছায়াসঙ্গী বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দলের টিকিট না পাওয়ায় শেষে দলই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ভোট মিটতেই তাঁর নাকি মোহভঙ্গ হয়েছে। তাই আবারও তিনি ফিরে আসতে চান জোড়াফুল শিবিরে। তাই সরাসরি যোগাযোগ করার সাহস তাঁর হয়নি। তাই যোগাযোগের জন্য তিনি চিঠি লিখলেন টুইটারে। চাইলেন ক্ষমাও। দিন টুইটে তিনি কার্যত চিঠি লিখলেন তাঁর ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তিনি লিখলেন, ‘সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ। অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়ে ছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।’ সূত্রের খবর, মমতাকে টুইট করেই হাত গুটিয়ে বসে থাকেননি এই নেত্রী, পাশাপাশি তৃণমূলের শীর্ষনেতৃত্বের সঙ্গে যোগাযোগও করতে শুরু করেছেন তিনি।