দেশ

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ তো বটেই, কোভিডের সুপার স্প্রেডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঃ আইএমএ-এর সহ সভাপতি

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য সরাসরি নরেন্দ্র মোদিকে দায়ী করলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আই এমএ) সহ সভাপতি নভজ্যোৎ সিং দাহিয়া। করোনা কালেও বাংলা সহ অন্যান্য রাজ্যে ভোটের প্রচার করার জন্য প্রধানমন্ত্রীকে ‘সুপার স্প্রেডার’ আখ্যাও দিয়েছেন। দাহিয়ার কথায়,”করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ভোটমুখী রাজ্যগুলিতে রাজনৈতিক সভা করে সুপার স্প্রেডারও তিনি।” করোনা পরিস্থিতির মধ্যেও বাংলায় সভা করেছেন প্রধানমন্ত্রী। আসানসোল, ব্রিগেডের সভায় ভিড় দেখে সন্তোষপ্রকাশ করে তাঁকে বলতে শোনা গিয়েছে,”যত দূর চোখ যায় শুধু মানুষ। আপনাদের ভালোবাসায় আমি ঋণী।” এই প্রসঙ্গ তুলে দাহিয়া বলেন,”সামাজিক দূরত্বের মতো কোভিড বিধি সাধারণ মানুষ যাতে মেনে চলেন, তার জন্য পায়ের ঘাম মাথায় ফেলেছেন চিকিৎসকরা। অথচ বিভিন্ন রাজ্যে ভোটের প্রচারে বড় বড় সভায় ভাষণ দিয়ে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ প্রধানমন্ত্রীই নয়, বরং সুপার স্প্রেডার।” তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভার কথাও উল্লেখ করেছেন নভজ্যোৎ দাহিয়া। তাঁর কথায়,”গতবছর জানুয়ারিতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে দেশে। প্রতিরোধের ব্যবস্থা না করে গুজরাটে লক্ষাধিক লোককে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সারা বছর ধরে কোনও পদক্ষেপই করেননি প্রধানমন্ত্রী।”                          

অক্সিজেনের অভাবে দেশের বিভিন্ন জায়গায় রোগী-মৃত্যুর ঘটনা ঘটছে। দাহিয়ার দাবি, অক্সিজেন উৎপাদন প্রকল্পগুলি এখনও কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় ঝুলে রয়েছে। বিষয়টির গুরুত্বই বুঝতে পারেনি মোদী সরকার।”